ক ও খ) নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবা :
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্যে এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
|
আবেদন প্রাপ্তির পর রেকর্ডভূক্তি করে আবেদনকারীকে রেকর্ড ভূক্তির ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তা এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তা এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়। |
০১। তথ্য অধিকার আইন ও বিধি অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্দিষ্ট আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।
০২। তথ্যের আবেদন ফরম তথ্য কমিশনের ওয়েবসাইট হতে/অফিসের সংশ্লিষ্ট শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যায়। |
বিনামূল্যে
(তবে সিডি/ডিস্কে সরবরাহের মূল্য নগদ পরিশোধ করতে হবে। |
১-৩ কর্মদিবসে |
|
গ) আভ্যন্তরীণ সেবা :-
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্যে এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
|
আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক চাহিত সেবা প্রদান করা হয়। |
হিসাব শাখা কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করতে হয়। |
বিনামূল্যে |
৩-৭ কর্মদিবসে |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস