Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাঘাইছড়ি উপজেলা এলাকা পূর্বে রিজার্ভ ফরেস্ট ছিল এর অধিকাংশ এলাকা কাচালং মাচালং নামে পরিচিত

১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুৎ এর কাঁধের কাজ শেষ হওয়ার পর রাঙ্গামাটি শহরের আশে-পাশের নীচু অংশের এবং রাঙ্গামাটি, বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর এবং কাপ্তাই ৭টি এলাকায় অধিবাসীবৃন্দকে পাকিস্তান সরকার কাচালং নদীর দুই পাশে তাদের অনিচ্ছা সত্ত্বেও কাচালং এলাকায় পূর্ণবাসিত করে। সে কারণে ১৯৬৩ সালে প্রায় দশ হাজার চাকমা অধিবাসী ভারতের বিভিন্ন অংশে চলে যায়। বাঘাইছড়ি এলাকা পূর্বে রামগর মহকুমার দীঘিনালা থানার অধীনে ছিল। অত্র এলাকার অধিবাসীদের পায়ে হেঁটে দীঘিনালা আসা-যাওয়া অনেক কঠিন এবং সময় সাপেক্ষ হওয়াতে ১৯৬৮ সালের ৮ই আগাস্ট রাঙ্গামাটি সদর মহকুমার আওতায় বাঘাইছড়ি থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ১৯৬৩ সালে ২৪শে মার্চ তারিখে থানাকে উপজেলায় উন্নীত করা হয়। এই উপজেলায় কাচালং এলাকা গভীর অরণ্যে ঢাকা ছিলো বলে এখানে বাঘের উপদ্রব বেশি ছিল। সে সাথে উপজেলার বিভিন্ন পাহাড়ী ছড়া থাকায় এর নামকরণ করা হয় বাঘাইছড়ি

বাঘাইছড়ি উপজেলার কিছু তথ্যের বর্ণনা দেওয়া হলো।

০১।

জেলা

:

রাঙ্গামাটি

০২।

উপজেলা

:

বাঘাইছড়ি

০৩।

সীমানা

:

উত্তরে – ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য, দক্ষিণে – লংগদু উপজেলা

পূর্বে – ভারতের মিজোরাম রাজ্য, পশ্চিমে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন দীঘিনালা উপজেলা।

০৪।

জেলা সদর হতে উপজেলার দূরত্ব

:

১৪৪ কিলোমিটার (নৌ পথ), ১৪৬ কিলোমিটার (সড়ক)

০৫।

আয়তন

:

১,৯৩১.২৮ বর্গ কিঃ মিঃ

০৬।

জনসংখ্যা

:

৯৬,৮৯৯ জন, পুরষ : ৫০,৫৯৫ জন, মহিলা : ৪৬,৩০৪ জন (২০১১ আদমশুমারী)

০৭।

জনসংখ্যার ঘনত্ব

:

৭৭ জন

০৮।

ইউনিয়ন সংখ্যা

:

০৮টি, (সারোয়াতলী ইউপি, খেদারমারা ইউপি, বাঘাইছড়ি ইউপি, মারিশ্যা ইউপি, রূপকারী ইউপি, বঙ্গলতলী ইউপি, সাজেক ইউপি, আমতলী ইউপি)

০৯।

মৌজার সংখ্যা

:

১৭টি

১০।

পৌরসভা

:

০১টি

১১।

জনগোষ্ঠ

:

মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, চাকমা, মার্মা, ত্রিপুরা, লুসাই, পাংখু ও খিয়াং

১২।

মসজিদ

:

৫৪টি

১৩।

হিন্দু মন্দির

:

০৪টি

১৪।

বৌদ্ধ মন্দির

:

৮৬টি

১৫।

গির্জা

:

১৫টি

১৬।

সরকারি প্রাথমিক বিদ্যালয়

:

১১৬টি

১৭।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

:

২৯টি

১৮।

এবতেয়াদী মাদ্রাসা

:

০৩টি

১৯।

নিম্নমাধ্যমিক বিদ্যালয়

:

১১টি (পাঠদান অনুমোদন ৬টি ও পাঠদান অনুমোদনহীন ৫টি)

২০।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়

:

০১টি

২১।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

:

১৩টি

২২।

মাদ্রাসা

:

০১টি

২৩।

ভোকেশনাল

:

০৪টি

২৪।

সরকারি কলেজ

:

০১টি

২৫।

বেসরকারি কলেজ

:

০১টি

২৬।

ইউনিসেফ পাড়া কেন্দ্র

:

২৫২টি

২৭।

শিক্ষার হার

:

৭০%, পুরষ : ৭৫%, মহিলা : ৬৩%

২৮।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

:

০১টি

২৯।

পরিবার পরিকল্পনা কেন্দ্র

:

০৩টি (খেদারমারা, বাঘাইছড়ি ও আমতলীত ইউপি)

৩০।

উপ-স্বাস্থ্য উপকেন্দ্র

:

০২টি (মাচালং ও কাচালং)

৩১।

কমিউনিটি ক্লিনিক

:

১৯টি

৩২।

মাও শিশু কল্যাণ কেন্দ্র

:

০১টি (রূপকারী ইউপি)

৩৩।

অন্তবর্তীকালীন ক্লিনিক

:

০১টি (বঙ্গলতলী ইউপি)

৩৪।

ডাকঘর

:

০১টি

৩৫।

সাব পোষ্ট অফিস

:

০৩টি

৩৬।

টেলিফোন এক্সচেঞ্জ

:

০১টি

৩৭।

থানা

:

০২টি (বাঘাইছড়ি থানা ও সাজেক থানা)

৩৮।

হাট-বাজার

:

০৮টি

৩৯।

মোট আবাদযোগ্য জমি

:

৩০,৬৭৭ একর

৪০।

মোট বনভূমি

:

৪,০৪,৯২৮ একর

৪১।

মোট অনাবাদি জমি

:

১২,৭৬২ একর

৪২।

কুটির শিল্প

:

২২১২টি

৪৩।

অভ্যন্তরীণ যোগাযোগ

:

পাকা রাস্তা : ৩১.০০ কিলোমিটার, অর্ধ পাকা রাস্ত : ১২৪.০০কিলোমিটার

কাচা রাস্তা : ৩০.০০কিলোমিটার, ব্রীজ ও কালভার্ট : ২৩২টি, বেইলী ব্রীজ : ০২টি

 

৪৪।

বিদ্যুৎ সরবরাহ লাইন

:

১১’০ কেভি – ১২০.০০কিঃমিঃ, ০’৪ কেভি – ২০০ কিঃ মিঃ (স্থানীয়)

 

৪৫।

ব্যাংক শাখা

:

০২টি

 

৪৭।

নদীর সংখ্যা

:

০১টি